সরলাক্ষ কাকে বলে? সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কি?

সকল দ্বৈত প্রসারক কেলাসের এমন একটি নির্দিষ্ট অভিমুখ থাকে যে দ্বৈত প্রতিসরণ দ্বারাই আলোক প্রতিসৃত হয়। কেলাসের ঐ অভিমুখকে সরলাক্ষ বলে।

 

সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কি?

সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে নিম্নলিখিত পার্থক্য পরিলক্ষিত হয় :

 

অসমবর্তিত আলোক

 

 

 

 

 

 

 

 

স্বাভাবিক আলোক তরঙ্গ যা এর গতির অভিমুখের সাথে লম্বভাবে চারিদিকে সমান বিস্তারে কম্পিত হয়, তাকে অসমবর্তিত আলোক বলে।

অসমবর্তিত আলোকের কম্পনের অভিমুখ প্রতি সেকেন্ডে বহুবার পরিবর্তিত হয়।

অসমবর্তিত আলোকের কোনো প্রকারভেদ নেই।

 

 

সমবর্তিত আলোক

 

 

 

 

 

 

 

  • একটি তলে বা এর সমান্তরাল তলে কম্পমান আড় তরঙ্গ বিশিষ্ট আলোককে সমবর্তিত আলোক বলে।
  • কিন্তু সমবর্তিত আলোকের কম্পনের অভিমুখ একটি নির্দিষ্ট তলে আবদ্ধ থাকে।
  • সমবর্তিত আলোক তিন প্রকারের হতে পারে। যথাঃ (ক) রেখা সমবর্তন, (খ) বৃত্তীয় সমবর্তন এবং (গ) উপবৃত্তীয় সমবর্তন।