ফোকাস তল কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোনো লেন্সের প্রধান ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত সমতলকে ফোকাস তল বলে। অসীম দূরত্বে অবস্থিত লক্ষ্যবস্তু হতে আলো এসে লেন্সে প্রতিসরণের পর ফোকাস তলে প্রতিবিম্ব গঠন করে।