একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং কোনো একটি নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসৃত হলে যদি আপতন কোণ i এবং প্রতিসরণ কোণ r হয় তাহলে sin i/sin r যে ধ্রুব সংখ্যা হয় তাকে বলা হয় ঐ বর্ণের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। একে n দিয়ে প্রকাশ করা হয়।
বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব সম্পর্কে লেখো।
প্রতিফলিত বা প্রতিসরিত আলোকরশ্মিসমূহের প্রকৃত মিলনের ফলে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। বাস্তব প্রতিবিম্ব সর্বদা উল্টা হয়। যেমন, আয়নায় কোন কিছু দেখা। আমরা আয়নায় আমাদের যে প্রতিবিম্ব দেখতে পাই তা আমাদের বাস্তব কিন্তু উল্টা প্রতিবিম্ব দেখতে পাই।
অপরদিকে, অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে আলোকরশ্মিসমূহের প্রকৃত মিল ঘটে না, তবে কোনো বিন্দু হতে আলোকরশ্মিসমূহ নির্গত হচ্ছে বলে মনে হয়। অবাস্তব প্রতিবিম্ব লক্ষবস্তু সাপেক্ষে সোজা হয়। যেমন, মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও করা। যেটি সব সময় সোজা প্রতিবিম্ব দেখায়।
বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, কিন্তু অবাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না।