আলোক রশ্মি ও আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আলোক রশ্মি কাকে বলে?
কোনো দীপ্তিমান বস্তুর কোনো বিন্দু থেকে আলো যেকোনো দিকে যে ঋজু পথ ধরে চলে, সে পথকেই আলোক রশ্মি বলে। সাধারণত তীর চিহ্নিত সরলরেখা দ্বারা আলোক রশ্মিকে নির্দেশ করা হয়।

আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে?
পাশাপাশি অনেকগুলো আলোক রশ্মির সমষ্টিকে আলোক আলোক রশ্মিগুচ্ছ বলে। আলোক রশ্মিগুচ্ছ তিন প্রকার। যথা– ১) সমান্তরাল রশ্মিগুচ্ছ, ২) অভিসারী রশ্মিগুচ্ছ এবং ৩) অপসারী রশ্মিগুচ্ছ।

১। সমান্তরাল রশ্মিগুচ্ছ : কতগুলো সমান্তরাল আলোক রশ্মি নিয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ গঠিত হয়।
২। অভিসারী রশ্মিগুচ্ছ : আলোক রশ্মিগুলো যদি কোনো এক বিন্দুতে মিলিত হয়, তাহলে সে রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে।
৩। অপসারী রশ্মিগুচ্ছ : কোনো বিন্দু থেকে উৎপন্ন আলোক রশ্মিগুলো যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে তাকে অপসারী রশ্মিগুচ্ছ বলে।