একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর যদি একই বিন্দুতে মিলিত হয় তাহলে ঐ লেন্সকে অভিসারী লেন্স বলে।
অথবা, একগুচ্ছ আলোক রশ্মি একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত হয়ে লেন্সে প্রতিসরণের পরে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাহলে ঐ লেন্সকে অভিসারী লেন্স বলে।
আবার, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি লেন্সে প্রতিসারিত হয়ে যদি একই বিন্দুতে মিলিত না হয় কিন্তু একই বিন্দু থেকে আসছে বলে মনে হয় তবে সেই লেন্সকে অপসারী লেন্স বলে।