ইউডিপি (UDP) কি? IP-V6 এড্রেস কত বিটের? ব্যাখ্যা করো।

 

 

 

 

 

 

 

 

 

UDP এর পূর্ণরূপ হলো User Datagram Protocol। এটি একটি প্রোটোকল। ইউডিপি TCP এর মতো কাজ করে কিন্তু কোন শেসন এটি স্টাবলিশ করে না ট্রান্সমিশন ভেরিফাই করার জন্য। একে connectionless বলা হয়ে থাকে। এটি TCP এর চেয়ে কম নির্ভরযোগ্য কিন্তু অধিক দ্রুত গতির।

IP-V6 এড্রেস কত বিটের? ব্যাখ্যা করো।

IP-V6 এড্রেস হলো ১২৮ বিটের। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নম্বর থাকে ঠিক তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে, যা IP (Internet Protocol) অ্যাড্রেস নামে পরিচিত। বহুল প্রচলিত দুটি IP অ্যাড্রেস হলো IP-V4 ও IP-V6। এখানে IP-V4 এর বিট সংখ্যা ৩২ এবং IP-V6 এর বিট সংখ্যা ১২৮