অ্যাড্রেস বার কি? ওয়েব সার্ভার বলতে কী বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অ্যাড্রেস বার হচ্ছে ওয়েব ব্রাউজারের উপরের অংশে থাকা টেক্সট ফিল্ড, যেখানে কারেন্ট ওয়েব পেজের ইউআরএল (URL) এড্রেসটি দেখা যায়। এছাড়া এই ফিল্ডে কোনো সুনির্দিষ্ট ওয়েব পেজের URL অ্যাড্রেসটি লিখে এর গো বাটনে ক্লিক করে ঐ পেজটিতে যাওয়া যায়।

ওয়েব সার্ভার বলতে কী বোঝায়?

যেখানে ওয়েবসাইট আপলোড করা হয় তাকে ওয়েব সার্ভার বা হোস্টিং সার্ভার বলে। এই হোস্টিং সার্ভার যেকোনো স্থানে হতে পারে। হাোস্টিং সার্ভার পৃথিবীর যেখানেই থাকুক না কেন আমাদের কম্পিউটারে ডিভাইসকৃত সাইট আমরা সেখানে না গিয়ে আপলোড করতে পারবে। আর এজন্যে আমাদের প্রয়োজন এফটিপি সফটওয়্যার যার সাহায্যে আমাদের তৈরিকৃত ওয়েবপেজ আমাদের কম্পিউটার থেকে সার্ভারে আপলোড করতে হবে। বাজারে অনেক ধরনের এফটিপি (ফাইল ট্রান্সফার প্রোটোকল) সফটওয়্যার পাওয়া যায় । এর যেকোনো একটি ইনস্টল করে আমাদের পিসি থেকে ওয়েব সার্ভারে হোস্ট করতে পারি