তন্তু কি? তন্তু কত প্রকার ও কি কি? (Fiber in Bangla)

 

 

 

 

 

 

তন্তু কি? (What is Fiber in Bengali/Bangla?)
ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ দিয়ে তন্তু তৈরি হয়। তাই তন্তু বলতে আঁশ জাতীয় পদার্থকেই বুঝায়। কিন্তু বস্ত্র শিল্পে তন্তু বলতে বুনন ও বয়নের কাজে ব্যবহৃত আঁশসমূহকেই বুঝায়। তন্তু দিয়ে সূতা ও কাপড় ছাড়াও কার্পেট, তড়িৎ নিরোধক ইত্যাদি বিভিন্ন রকম পদার্থ তৈরি করা হয়। তন্তু দু’ধরনের। সূতি কাপড় তৈরির জন্য ব্যবহৃত তুলা, পাট, লিনেন, পশম, উল, সিল্ক, অ্যাসবেস্টস ইত্যাদি যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, তাদেরকে প্রাকৃতিক তন্তু বলে। অন্যদিকে পলিস্টার রেয়ন, ডেক্রন, নাইলন ইত্যাদি যেগুলো বিভিন্ন পদার্থের রাসায়নিক বিক্রিয়া দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়, তারা হলো কৃত্রিম তন্তু।

তন্তুর বৈশিষ্ট্য (Characteristics of Fiber)
তন্তুর বৈশিষ্ট্যকে দুই ভাগে উল্লেখ করা যায়। যথা :
১. ভৌত বৈশিষ্ট্য এবং
২. রাসায়নিক বৈশিষ্ট্য।