সমাজবিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Sociology Question and Answer)

Q1 : সমাজবিজ্ঞানের জনক কে? (Who is Father of Sociology?)

Ans : ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ।

 

Q2 : সমাজবিজ্ঞান কী? (What is Sociology?)

Ans : বিজ্ঞানের যে শাখা মানবাচরন ও সমাজ সম্পর্কে পঠন-পাঠন এবং গবেষণা করে তাই সমাজবিজ্ঞান।

 

Q3 : “সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যায়ন করে” সংজ্ঞাটি কার?

Ans : ম্যাকাইভারের।

 

 

 

 

 

 

Q4 : সমাজবিজ্ঞান প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

Ans : অগাস্ট কোঁৎ।

 

Q5 : “sociology” শব্দটি কোন 2টি শব্দ থেকে এসেছে?

Ans : ল্যাটিন শব্দ ‘socius’ এবং গ্রিক ‘logos’ শব্দ থেকে এসেছে।

 

 

 

 

 

 

 

Q6 : ‘socius’ শব্দের অর্থ কী?

Ans : সঙ্গী।

 

Q7 : “সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান” সংজ্ঞাটি কার?

Ans : ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের।

Q8 : ‘Economy and Society’ গ্রন্থটির রচয়িতা কে?

Ans : ম্যাক্স ওয়েবার।

 

Q9 : ‘The Republic’ গ্রন্থটির রচয়িতা কে?

Ans : গ্রিক দার্শনিক প্লেটো।

 

 

 

 

 

 

 

Q10 : ‘The Prince’ গ্রন্থটির রচয়িতা কে?
Ans : ইতালিয়ান চিন্তাবিদ ‘নিকোলো ম্যাকিয়াভেলি’।

Q11 : ‘The Spirit of Laws’ গ্রন্থটির রচয়িতা কে?
Ans : ফরাসি দার্শনিক মন্টেস্কু।