সিপিইউ কি? (What is the CPU of Computer in Bangla?)

সিপিইউ (CPU- Central Processing Unit)/কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হলো কম্পিউটারের প্রধান অংশ। সিপিইউতে ডাটা প্রক্রিয়াকরণের কাজ হয়ে থাকে। এটা কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্কস্বরূপ। কম্পিউটারের কাজের গতি ও ক্ষমতা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের ওপর নির্ভরশীল। সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা :

 

১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)

২. গাণিতিক যুক্তি অংশ (Arithmatic Logical Unit – ALU)

৩. রেজিস্ট্রারসমূহ (Register Set)

 

নিয়ন্ত্রণ অংশ : এই অংশ কম্পিউটারের সব অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে। এই অংশ গাণিতিক অংশ ও রেজিস্টারসমূহের মধ্যে ডাটা আদান-প্রদান তদারক করে এবং গাণিতিক যুক্তি অংশ কী কাজ করবে তার দিকনির্দেশনা দেয়।

 

 

 

 

 

 

গাণিতিক যুক্তি অংশ : কম্পিউটারের এই অংশ বিভিন্ন ধরনের নির্দেশনা সম্পাদনা করার জন্য মাইক্রো অপারেশন পরিচালনা করে। এই অংশ কম্পিউটারের গাণিতিক ও যুক্তিমূলক কাজ বা সিদ্ধান্ত-মূলক কাজ করে থাকে।

রেজিস্টার সেট : রেজিস্টার সেট সিপিইউয়ের ভেতর ডাটা প্রক্রিয়াকরণের (Data Analysis) সময় অস্থায়ীভাবে ফলাফল সংরক্ষণ করে। যেমন- ইলেকট্রনিক রেজিস্টার, সাধারণ রেজিস্টার, অ্যাকুমুলেটর রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার ইত্যাদি।