সাইটোপ্লাজম (Cytoplasm) কাকে বলে? সাইটোপ্লাজমের কাজ ও বৈশিষ্ট্য কি কি?

সাইটোপ্লাজম কাকে বলে? (What is called Cytoplasm in Bengali/Bangla?)

কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম (Cytoplasm) বলে।

 

সাইটোপ্লাজমের কাজ (Functions of Cytoplasm)

কোষের বিভিন্ন ধরনের অঙ্গাণু ও নির্জীব পদার্থগুলোকে ধারণ করা সাইটোপ্লাজমের প্রধান কাজ।

বিপাকীয় কার্যাদি পরিচালনা করে এবং রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশন করে।

কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে।

আবর্তনের (cyclosis) মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সহায়তা করে।

উত্তেজনায় সাড়া দিয়ে জীবের বৈশিষ্ট্য প্রদর্শন করে।

 

সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য

সাইটোপ্লাজম অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলয়ডাল তরল পদার্থ, জৈব ও অজৈব পদার্থ, পানি, বিভিন্ন এনজাইম ও অ্যাসিড নিয়ে গঠিত। সাইটোপ্লাজমীয় মাতৃকার অপেক্ষাকৃত ঘন, কম দানাদার বহিঃস্থ শক্ত অঞ্চলকে এক্টোপ্লাজম এবং কেন্দ্রস্থ অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে এন্ডোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি।

 

 

 

 

 

 

 

 

 

প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম এর মধ্যে পার্থক্য কি? (What is the difference between Protoplasm and Cytoplasm?)

প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমনঃ

  • কোষের ভেতরের সমস্ত সজীব অংশ হলো প্রোটোপ্লাজম, অপরদিকে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশই হলো সাইটোপ্লাজম।
  • প্রোটোপ্লাজম কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত। সাইটোপ্লাজম মূলত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও মাতৃকা দিয়ে গঠিত। এতে নিউক্লিয়াস থাকে না।
  • বংশগতির ধারক ও বাহক হলো প্রােটোপ্লাজম কিন্তু সাইটোপ্লাজমের সাথে বংশগতির কোন সম্পর্ক নেই।
  • জীবনের আধার হিসেবে কাজ করে প্রোটোপ্লাজম, আর সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে।