অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয়, তাকে সম্পূরক শুল্ক বলে। এটি বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস।
সঞ্চয় বলতে কী বোঝায়?
আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে।
ধরি, একজন ব্যক্তি এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তিনি পরিবারের জন্যে ব্যয় করেন। এখানে তিনি এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বুঝানো যায়। যেমন: S = Y – C [এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়] এ সঞয় মূলত আয়ের ওপর নির্ভর করে।