ধাতু কাকে বলে? কত প্রকার ও কি কি? ধাতুর বৈশিষ্ট্য ও উদাহরণ। What is called Metal?

 

 

 

 

 

 

 

ধাতু কাকে বলে? (What is called Metal in Bengali?)

যে সকল মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, দৃঢ়, উজ্জ্বল বা চকচকে, ওজনে ভারী, আঘাত করলে ঝনঝন শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী সেই মৌলিক পদার্থকে ধাতু বলে। যেমন– লােহা, তামা, সােনা ইত্যাদি।