ডেটাবেজ কি? (What is Database in Bengali?)
ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ (Database)। কোন একটি প্রতিষ্ঠানের সকল ডেটা ঐ প্রতিষ্ঠানের ডেটাবেজে সংরক্ষিত থাকে।
ডেটাবেজের বিভিন্ন উপাদান
ডেটাবেজের বিভিন্ন উপাদানসমূহ হল :
১. ডেটা (Data)
২. রেকর্ড (Record)
৩. ফিল্ড (Field)
নিচে এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো :
১. ডেটা : ডেটাবেজের মূল উপাদান হল ডেটা বা তথ্য। ডেটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি তাই ডেটা। উদাহরণস্বরূপ Sadik একটা ডেটা যা Name ফিল্ডের অধীনে ইনপুট করা যেতে পারে।
২. রেকর্ড : অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড। যদি কোন টেবিলে গ্রাহকের নাম ও ঠিকানা লিপিবদ্ধ থাকে তবে সে গ্রাহকের নাম ও ঠিকানা মিলে হবে একটি রেকর্ড। এ রকম যতগুলো গ্রাহকের নাম ঠিকানা একটি টেবিলে লিপিবদ্ধ থাকবে সে টেবিলে ততগুলো রেকর্ড আছে বলে ধরা হবে।
৩. ফিল্ড : রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হল ফিল্ড। রেকর্ডের একটি উপাদান যেমন- নাম, ঠিকানা, টেলিফোন নম্বর ইত্যাদিকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়।
ডেটাবেজ ব্যবহারের সুবিধা (Advantages of using Database)
ডেটাবেজ ব্যবহারের সুবিধা গুলো নিচে উল্লেখ করা হল:
১. অতি দ্রুত ডেটা উপস্থাপন করা যায়।
২. অত্যন্ত দক্ষতার সাথে ডেটা পরিচালনা করা যায়।
৩. সংরক্ষিত ডেটাকে পরবর্তীতে আপডেট করা সহজ হয়।
৪. ডেটাবেসের তথ্য সমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়।
৫. অল্প সময়ে ডেটার বিন্যাস ঘটানো যায়।
৬. একই ডেটার বারবার উপস্থাপন প্রয়োজন হয় না।
৭. নিরাপত্তা ব্যবস্থাপনা সহজ হয়।
৮. ডেটা শেয়ার করা সহজ হয়।
ডেটাবেজ ব্যবহারের অসুবিধা (Disadvantages of using Database)
ডেটাবেজ ব্যবহারের নিম্নলিখিত অসুবিধা রয়েছে :
১. ভুল ডেটা আইটেম সম্পূর্ণ ডেটাবেসে প্রবাহিত হতে পারে।
২. ডেটাবেস বাস্তবায়নের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ জনসম্পদ দরকার।
৩. অনেক ডেটাবেস প্রক্রিয়াকরণ পদ্ধতি ধীর গতি সম্পন্ন।
৪. যখন দূরবর্তী ব্যবহারকারীর ডেটাবেসের ডেটা ব্যবহার করে তখন নিরাপত্তা ঝুঁকি থাকে।
ডেটাবেজ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (Database related question and answer)
১। ডেটা কি? (What is Data?)
উত্তরঃ Data শব্দটি ল্যাটিন শব্দ Datum-এর বহুবচন। Datum অর্থ হচ্ছে তথ্যের উপাদান। তথ্যের অন্তর্ভূক্ত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। অর্থাৎ, যে কোনো তথ্য বা উপাত্তকেই ডেটা বলে।
২। ডেটাবেজ কী? (What is Database?)
উত্তর : Data শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং Base শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। শাব্দিক অর্থে ডেটাবেজ হচ্ছে কোনো সম্পর্কযুক্ত বিষয়ের ওপর ব্যাপক উপাত্তের সমাবেশ।
৩। ইনডেক্সিং কাকে বলে? (What is called Indexing?)
উত্তর : ডেটাবেজের টেবিলের রেকর্ডসমূহের অ্যাড্রেসকে কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকেই ইনডেক্সিং বলে।
৪। DBMS কী? (What is DBMS?)
উত্তর : Database Management System বা DBMS হলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য পর্যালোচনা করার জন্য অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি এমন একটি সফটওয়্যার যা ডেটাবেজ তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিকল্পনার কাজে ব্যবহৃত হয়।
৫। RDBMS কী? (What is RDBMS?)
উত্তর : RDBMS হলো Relational Database Management System। এটি এক ধরনের ডেটাবেজ সফটওয়্যার।
৬। ডেটাবেজ রিলেশনের শর্তসমূহ লিখ।
উত্তর : ডেটাবেজে রিলেশন তৈরির শর্তসমূহ হলো—
i. টেবিলসমূহের একটি কমন ফিল্ড থাকবে যেখানে ফিল্ডের নাম, ডাটা টাইপ, ফিল্ড সাইজ, ফরমেট একই হবে।
ii. রিলেশনাল ডেটাটেবিলের একটি ফিল্ড কে প্রাইমারি কি হিসেবে চিহ্নিত করতে হবে।
৭। ভ্যালিডেশনের মাধ্যমে ডেটাবেজে এন্ট্রি কন্ট্রোল করা হয়- ব্যাখ্যা করো।
উত্তর : ডেটার ভ্যালিডেশন বলতে ডেটার যথার্থতা বোঝায়। ডেটাবেজ তৈরি ও পরিবর্তন করার সময় ডেটাবেজের ফিল্ডের টাইপ কিংবা ফিল্ডে এন্ট্রিকৃত ডেটার টাইপ বা প্রকৃতি নির্ধারণ করতে হয়। ফাইলে ব্যবহৃত ফিল্ডসমূহের সম্ভাব্য ডেটার ধরণ, ডেটার ফরমেট ও ফিল্ডের দৈর্ঘ্য ইত্যাদি নির্ধারণ করে ডেটা এন্ট্রি করতে হয়। এর ফলে ডেটার ভ্যালিডেশন নিশ্চিত হয় এবং তারপর ডেটা এন্ট্রি করা হয়।