মাউস কি? মাউসের কাজ। What is Mouse?

মাউস কি? (What is Mouse in Bengali?)

মাউস হচ্ছে কম্পিউটারের এমন একটি ইনপুট যন্ত্র বা ডিভাইস যা হাত দিয়ে নিয়ন্ত্রণ করা হয় এবং ব্যবহারকারী তার হাতের তালুতে রেখে চেপে ধরে এটি ব্যবহার করে থাকে। এটি দেখতে অনেকটা ইঁদুরের মতো। তাই এর নাম মাউস রাখা হয়। একে পয়েন্টিং ডিভাইসও বলা হয়। এটি কীবোর্ডের নির্দেশ প্রদান ছাড়াই একটি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে থাকে। ১৯৬৩ সালে ডগলাস এঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করেন। ১৯৮৪ সালে মেকিন্টোস কম্পিউটারে সর্বপ্রথম মাউস ব্যবহৃত হয়। মাউস সমতলে নাড়ালে মনিটরের পর্দায় একটি তীর বা হাতের মতো চিহ্ন নড়াচড়া করতে দেখা যায়। একে কার্সর বলে। মাউস নড়াচড়া করে ইচ্ছামত কার্সরকে স্থানান্তর করা যায়। এছাড়াও মাউসের সাহায্যে পর্দায় লিখিত বিষয়, গ্রাফ, ছবি ইত্যাদি নিয়ন্ত্রণসহ আরাে নানা প্রকার কাজ করা যায়। একটি স্ট্যান্ডার্ড মাউসে দুটি বা তিনটি বাটন থাকে। সাধারণভাবে বাম পাশের বাটন ব্যবহার করা হয়। তবে ডান পাশের বাটনে কিছু অতিরিক্ত অপশন রয়েছে যা কিছু কিছু প্রোগ্রামে কাজ করার সময় ব্যবহার করা হয়। স্ক্রল বাটনযুক্ত মাউসের স্ক্রল বাটন ঘুরিয়ে মনিটরে প্রদর্শনযোগ্য পৃষ্ঠাকে উপরে বা নিচে করে সহজেই দেখা যায়।

মাউসের কাজ (Functions of Mouse)

১. গ্রাফিক ড্রইং করা।
২. এর সাহায্যে অপারেটিং সিস্টেমের সকল কাজ করা যায়।
৩. এর সাহায্যে সরাসরি ডেস্কটপ থেকে প্রোগ্রামে প্রবেশ করা যায়।