আইসোটোপ কি? (What is an Isotope in Bengali?)
আইসোটোপ হলো একই মৌলের বিভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট পরমাণু।
আইসোটোপের বৈশিষ্ট্য (Properties of Isotope in Bengali)
নিচে আইসোটোপের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হল :
১. মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন।
২. কোন মৌলের প্রত্যেকটি আইসোটোপের রাসায়নিক ধর্ম একই থাকে।
৩. প্রকৃতিতে বিভিন্ন আইসোটোপ বিভিন্ন পরিমাণে বিদ্যমান থাকে।
৪. ভিন্ন ভর সংখ্যার সাথে আইসোটোপের ভরও ভিন্ন হয়।