গ্রিক দার্শনিক এরিস্টটল বলেন – “মানুষ সমাজিক জীব। যে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা।” মানুষ সমাজেই বাস করে, জন্মগ্রহণ করে, বেড়ে উঠে এবং এখানেই তার চিন্তাচেতনা ও ধ্যান-ধারণার বহিঃপ্রকাশ ঘটায়। সমাজ জীবনে মানব আচরণ পরিমাপ ও নিয়ন্ত্রণের যেসকল মানদণ্ড বা আদর্শ রয়েছে তার মাঝে অন্যতম হলো মূল্যবোধ। এর দ্বারা ব্যক্তি ও সমাজের মাঝে সম্পর্ক নির্ণিত হয়। এক কথায় এটি মানব আচরণের অলিখিত দলিল। চলুন তাহলে মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও উৎস কি? এগুলো সম্পর্কে জেনে নেই।
মূল্যবোধ কি বা কাকে বলে?
মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ হলো Value. এটি তিনটি ল্যাটিন শব্দের ব্যুৎপত্তিগত অর্থের ভিত্তিতে গঠিত হয়েছে। এগুলো হলো –
Vale (অর্থাৎ Strength বা শক্তি)
Val (অর্থাৎ Worth বা মূল্য)
Valu (অর্থাৎ, Valor বা সাহস, পরাক্রমা, বিক্রম, শৌর্য)
সুতরাং শব্দগুলোর সামষ্টিক অর্থ হলো, “সব উত্তম জিনিস।”
মূল্যবোধ কথার অর্থ হলো মূল্যবান, মর্যাদাবান বা শক্তিশালী হওয়া।
সাধারণভাবে বলা যায়, যেসকল চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প ও আদর্শ মানুষের সামগ্রিক আচার-আচরণ ও কর্মকান্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে, তাদের সমষ্টিকেই মূল্যবোধ বলে।
আবার বলা যায়, মানুষের আচার-আচরণ, ধ্যান-ধারণা, চাল-চলন ইত্যাদি নিয়ন্ত্রণ করার মাপকাঠি হলো মূল্যবোধ।
সমাজবিজ্ঞানী ডেবিড পোপেনো (David Popenoe) বলেছেন, “ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষি বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা, তার-ই নাম মূল্যবোধ।”
এস. ডব্লিউ পামফ্রে এর মতে, “মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সমাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ।”
সমাজবিজ্ঞানী এফ. ই. স্পেন্সার বলেছেন, “মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভালো-মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
M.R. William এর মতে, “মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড।”
অ্যান্থনি জি ক্যাটান্স এর মতে, “কোন সত্তা বা বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হলো মূল্যবোধ।”
স্টুয়ার্ড সি.ডড এর মতে, “সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।”
সমাজবিজ্ঞানী এফ. ই. মেরিল (F. E. Merril)-এর মতে, “সামাজিক মূল্যবোধ হলো বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।”
সুতরাং বলা যায় যে, মানুষের সামগ্রিক সামাজিক জীবনাচারের অপরিহার্য অংশই হচ্ছে মূল্যবোধ।
মূল্যবোধের বৈশিষ্ট্য
- মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করার ভিত্তিই হলো মূল্যবোধ।
- এটি ব্যক্তি ও সমাজ উভয় ক্ষেত্রে বিকাশ লাভ করে।
- এটি প্রতিষ্ঠা করা যায় না, এটি ধীরে ধীরে গড়ে উঠে।
- মূল্যবোধ কোন আইন নয়। এর বিরোধিতা বেআইনি নয়।
- মূল্যবোধ ভাঙলে বা অমান্য করলে কোন শাস্তি হয় না।
- এটি সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান।
- এটি এক প্রকার সামাজিক নৈতিকতা।
- মূল্যবোধকে সুদৃঢ় করার অন্যতম প্রধান উপায় হলো শিক্ষা।
- এটি সমাজকে সক্রিয় বৈশিষ্ট্য দান করে।
- এর ভিত্তি হচ্ছে সামাজিক মানুষের নৈতিকতা।
- ব্যক্তিজীবনে গাইডলাইন হিসেবে মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- এটি সমাজের বৃহৎ অংশ দ্বারা অনুমোদিত।
- মূল্যবোধের অগ্রগতির সূচকে সমাজিক উন্নয়ন নির্ধারিত হয়।
- এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মাঝে সেতুবন্ধ হিসেবে মূল্যবোধ কাজ করে।
এর দ্বারা সমাজের উৎকর্ষ নিরুপিত হয়।
মূল্যবোধ দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, নৈতিকতা- অনৈতিকতা,সততা, সৌজন্যবোধ, শিষ্টাচার, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি মূল্যায়িত হয়।
মূল্যবোধের প্রকারভেদ
সার্বিকভাবে মূল্যবোধকে ২ ভাগে ভাগ করা যায়। এগুলো হলো –
ইতিবাচক মূল্যবোধ
নেতিবাচক মূল্যবোধ / মূল্যবোধের অবক্ষয়
ইতিবাচক মূল্যবোধঃ যে সকল মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর তাকে, ইতিবাচক মূল্যবোধ বলে।
নেতিবাচক মূল্যবোধঃ এ মূল্যবোধের অন্য নাম হলো মূল্যবোধের অবক্ষয়। যে সকল মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর তাকে, নেতিবাচক মূল্যবোধ বলে।
নয়?
- বিশ্বস্ততা
- নিরপেক্ষতা
- সৃজনশীলতা
- জবাবদিহিতা
উত্তরঃ সৃজনশীলতা
৯. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হলো –
- বিভিন্নতা
- আপেক্ষিক
- পরিবর্তনশীলতা
- সবগুলো
উত্তরঃ সবগুলো
১০. মূল্যবোধ (Values) কি?
- মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
- শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিকনির্দেশনা
- সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
- মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
উত্তরঃ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
১১. বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ?
- সমাজিক
- ব্যক্তিগত
- পারিবারিক
- পেশাগত
উত্তরঃ সমাজিক
১২. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
- সামাজিক মূল্যবোধ
- ইতিবাচক মূল্যবোধ
- নৈতিক মূল্যবোধ
- গণতান্ত্রিক মূল্যবোধ
উত্তরঃ ইতিবাচক মূল্যবোধ
১৩. আইনের ভিত্তিস্বরূপ কোনটি?
- মূল্যবোধ
- সুশাসন
- পরিবার
- শিক্ষা -প্রতিষ্ঠান
উত্তরঃ মূল্যবোধ
১৪. শিশু প্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায় –
- পরিবারে
- রাষ্ট্রে
- সমাজে
- বিদ্যালয়ে
উত্তরঃ পরিবারে
১৫. পেশাগত মূল্যবোধ কোনটি?
- ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি
- বড়দের সম্মান করা
- একতা, সমবায়
- গণতান্ত্রিক অধিকার
উত্তরঃ ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি