ব্যাকরণ এমন উপায় যা বাক্য তৈরি করার জন্য শব্দগুলোকে একসাথে যুক্ত করে। অর্থাৎ এটি একটি কাঠামোগত বিষয়। এটি প্রাকৃতিক ভাষায় ধারা, বাক্যাংশ এবং শব্দের সমন্বয়কে পরিচালনা করে থাকে।
প্রতিটি ভাষারই ৪ টি মৌলিক অংশ রয়েছে। এগুলো হলো-
ধ্বনি
শব্দ
বাক্য ও
অর্থ
ধ্বনিগুলো কীভাবে উচ্চারিত হবে, শব্দগুলো কীভাবে গঠিত হয়, শব্দগুলোর রূপান্তর কীভাবে ঘটে এবং এই চারটিকে বাক্যে কীভাবে সাজানো বা বিন্যস্ত করা হবে এসব বিশ্লেষণ, বর্ণনা করে দেখানোর চেষ্টা থেকেই মূলত ব্যাকরণের উদ্ভব হয়েছে।
ব্যাকরণ কাকে বলে?
ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ হলো ভাষার সংবিধান। এটি সংস্কৃত শব্দ। এটিকে বিশ্লেষণ করলে পাই, বি + আ + √কৃ + অন। শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণে ভাষার অভ্যন্তরীণ নিয়ম বা শৃঙ্খলা বিশেষভাবে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে।
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, “যে বিদ্যার দ্বারা কোন ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আলোচিত হয় এবং পড়ায়,লেখায় ও কথাবার্তায় তার শুদ্ধ প্রয়োগ করা হয়, সে বিদ্যাকে সে ভাষার ব্যাকরণ বলে।”
ব্যাকরণের ইতিহাসঃ
১৭৩৪ সালে ঢাকার ভাওয়ালে পুর্তুগিজ পাদ্রি মনোএল দ্য আসসুম্পসাঁও প্রথমবারের মতো বাংলা ব্যাকরণ রচনা করেন । প্রথম রচিত এ বাংলা ব্যাকরণের নাম ছিল, পুর্তুগিজ ভাষায়ঃ ‘ভোকাবুলারিও এম ইদিওনা বেনগলিয়া, ই পর্তুগিজ: দিভিদিদো এমদুয়াস পার্তেস’। পরবর্তীতে ১৭৭৮ সালে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড ইংরেজিতে বাংলা ব্যাকরন রচনা করেন । এই ব্যাকরণের নাম ছিলঃ ‘A Grammar of the Bengali Language’. এই গ্রন্থটিকে উইলিয়াম কেরি ১৮১৮ সালে আবার সমৃদ্ব করে রচনা করেন
রাজা রামমোহন রায় প্রথমবারের মতো বাঙালি হিসেবে পূর্নঙ্গ ব্যাকরন রচনা করেন এবং তার রচিত গ্রন্থটির নাম ‘ গৌড়ীয় ব্যাকরণ’। বর্তমানে আমরা ব্যাপক অনুশীল করে থাকি ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়ের রচিত ব্যাকরণ গ্রন্থ ‘ভাষাপ্রকাশ বাঙ্গলা ব্যাকরণ’(১৯৩৯) এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত ‘ব্যাকরণ পরিচয়’ (১৯৫৩)।
বাংলা ব্যাকরণ কি বা কাকে বলে?
যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাই বাংলা ব্যাকরণ।
- ভাষার সংবিধান
- ভাষার বিচার
- ভাষার অঙ্গ
- ভাষার বিশ্লেষক
৩. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
- ৩ টি
- ৪ টি
- ৫ টি
- ২ টি
৪. ব্যাকরণের মূল ভিত্তি কি?
- ভাব
- ভাষা
- ধ্বনি
- বাক্য
৫. বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন?
- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- মি.সি.এন.বি. হ্যালহেড
- ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- উইলিয়াম কেরি
৬. ব্যাকরণের কাজ কি?
- ভাষার বিশ্লেষণ
- ভাষার নিয়ম শৃঙ্খলা
- ভাষার নিয়ম নীতি
- ভাষার উন্নতি
৭. ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?
- চতুর্থ
- পঞ্চম
- ষষ্ঠ
- সপ্তম
৮. প্রশ্নঃ ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তি কি?
- বি + আ + কৃ + অন
- বি + আ + √কৃ + অন
- ব + আ + কি + অন
- ব + আ + কৃ + আন
৯. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ধ্বনিতত্ব
- শব্দতত্ব
- অর্থতত্ব
- রূপতত্ব
১০. প্রকৃতি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ধ্বনিতত্ব
- শব্দতত্ব
- অর্থতত্ব
- রূপতত্ব
উওরগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানান।
তাহলে আজ এখানেই শেষ করছি। ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা নিয়ে এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।