কারক কাকে বলে? কারক কত প্রকার ও কি কি?

আজ আমরা জানব কারক কাকে বলে? কত প্রকার ও কি কি নিয়ে।

 

কারক কাকে বলে?

কারক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। এর সন্ধিবিচ্ছেদ হলো কৃ + ণক = কারক। বাক্যস্থিত ক্রিয়া পদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে।

 

কারকের প্রকারভেদ / শ্রেণীবিভাগ

কারক ছয় প্রকার। যথাঃ

 

 

 

 

 

কর্তৃকারক

কর্মকারক

করণ কারক

সম্প্রদান কারক

অপাদান কারক

অধিকরণ কারক

একটি বাক্যে ৬ টি কারকের উদাহরণ

** ইফাদ প্রতিদিন ভাঁড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন।

 

এখানে,

ক্রম উদাহরন কারক
০১ ইফাদ কর্তৃ
০২ চাল কর্ম
০৩ হাতে করণ
০৪ গরিবদের সম্প্রদান
০৫ ভাঁড়ার থেকে অপাদান
০৬ প্রতিদিন অধিকরণ

কারক মনে রাখার কৌশল

ক্রিয়াপদকে প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় কারক
কে / কারা? কর্তৃ
কি / কাকে? কর্ম
কীভাবে / কেন / কিসের দ্বারা? করণ
কি / কাকে? ( স্বত্ব ত্যাগ) সম্প্রদান
কোথা হতে? ( উৎস, বিচ্যুতি,স্থানন্তর,আরম্ভ) অপাদান
কখন / কোথায় / কোন বিষয়ে? অধিকরণ

কর্তৃকারক

বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্তৃকারক বলে। অর্থাৎ, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় তাই কর্তৃকারক। যেমন – ছেলেরা ফুটবল খেলে। (কারা খেলে? ছেলেরা – কর্তৃকারক)