ডায়রিয়া কি? What is Diarrhoea?

ডায়রিয়া কি? (What is Diarrhoea in Bengali?)

ডায়রিয়া হলো এক প্রকার সংক্রামক ব্যাধি। দূষিত পানি, বাসি-পঁচা খাবার ইত্যাদি গ্রহণ করলে এ রোগ দেখা দেয়। ঘন ঘন পাতলা পায়খানা এ রোগের প্রধান লক্ষণ। পাতলা পায়খানার সাথে শরীর থেকে যথেষ্ট পরিমাণ লবণ ও পানি বের হয়ে যায়। শরীরে পানি ও লবণের এ ঘাটতিকে ডিহাইড্রেশন (Dehydration) বলে। এ ডিহাইড্রেশনই ডায়রিয়া রোগীর মৃত্যুর প্রধান কারণ।

 

প্রতিকার : রোগীকে স্বাভাবিক খাবার খেতে দেয়া এবং পাতলা পায়খানা বন্ধ না হওয়া পর্যন্ত রোগীকে খাবার স্যালাইন বা ওরাল স্যালাইন খেতে দেয়া।

 

প্রতিরোধ : বাসি-পঁচা খাদ্য না খাওয়া এবং পানি ফুটিয়ে পান করা।

 

 

 

 

 

 

 

 

ডায়রিয়ার কারণ (Causes of diarrhoea)

ডায়রিয়া পৌষ্টিকতন্ত্রের একটি রোগ যাতে মলের সাথে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। ডায়রিয়া সংক্রামক বা অসংক্রামক উভয় ধরনের হতে পারে। নিম্নে ডায়রিয়ার কারণগুলি তুলে ধরা হলো :

 

সংক্রামক ডায়রিয়া :

 

 

 

 

 

  • ভাইরাসের আক্রমণে ডায়রিয়া হতে পারে। করোনা ভাইরাস, এ্যাডেনোভাইরাস ইত্যাদি ডায়রিয়ার কারণ।
  • কিছু ব্যাকটেরিয়া (যেমন: ই কোলাই, শিগেলা, ক্যাম্পাইলো ব্যাক্টার জেজুনি ইত্যাদি) ডায়রিয়ার জন্য দায়ী।
  • এছাড়া কৃমি, এন্টামিবা ইত্যাদি ডায়রিয়ার কারণ।

অসংক্রামক ডায়রিয়া :

  • খাদ্যে বিষক্রিয়া।
  • অ্যান্টিবায়োটিক, NSAID প্রভৃতি ঔষধ সেবনে।
  • এলার্জি বা পৌষ্টিকতন্ত্রের রোগের কারণেও হতে পারে।