শ্বসন কাকে বলে? What is called Respiration?

 

 

 

 

 

 

 

 

 

শ্বসন কাকে বলে? (What is called Respiration in Bengali/Bangla?)

শ্বসন হচ্ছে একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া। যে রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং শক্তি উৎপাদন করে তাকে শ্বসন বলে। শ্বসন প্রধানত দুই প্রকার, যথা- সবাত শ্বসন ও অবাত শ্বসন।

১। সবাত শ্বসনঃ যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে CO2, H2O ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে সবাত শ্বসন বলে।

২। অবাত শ্বসনঃ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্যে ছাড়াই কোষ মধ্যস্থ এনজাইম দ্বারা আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ, CO2 ও সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে অবাত শ্বসন বলে।

শ্বসনতন্ত্র কাকে বলে? (What is called Respiratory System in Bengali/Bangla?)
যে সকল অঙ্গ শ্বসনকার্য চালানোর কাজে অংশ নেয় তাদের একত্রে শ্বসনতন্ত্র (Respiratory System) বলে।