পরমাণু কাকে বলে? পরমাণু কি? উদাহরণ দাও

 

 

 

 

 

পদার্থের মৌলিক একক বা কণা হলো পরমাণু। একটি পরমাণু অকল্পনীয়ভাবে অনেক ছোট, তাই একে নতুন করে আর ভাঙা যায় না। চলুন তাহলে পরমাণু কাকে বলে? পরমাণু কি? উদাহরণ দাও এসব সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

পরমাণু কাকে বলে? পরমাণু কি?

মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন কোনো অস্তিত্ব নেই, তবে ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে,তাকে পরমাণু বলে। যেমন – O, H, N ইত্যাদি।

আবার বলা যায়, মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সকল ধর্ম উপস্থিত থাকে এবং যেটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে। যেমন – হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ইত্যাদি।

পরমাণুর বৈশিষ্ট্য

  • পরমাণু মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণা বা একক।
  • সাধারণত পরমাণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না, তবে কিছু কিছু মৌলিক পদার্থের পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে। যেমন—হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি।
  • পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
  • বিভিন্ন প্রকার পরমাণুর সংখ্যা সীমিত। এ পর্যন্ত সর্বমোট ১১১ প্রকারের পরমাণু আবিষ্কৃত হয়েছে।
  • একটি পরমাণুকে ভাঙলে ওই মৌলের আর কোন অস্তিত্বই থাকে না।

অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য

 অণু  পরমাণু
মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ঐ পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাই অণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন কোনো অস্তিত্ব নেই, তবে ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে,তাকে পরমাণু বলে।
মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
অণুর স্বাধীন সত্তা আছে। পরমাণুর স্বাধীন সত্তা নেই।
অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।
অণুতে মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম উপস্থিত থাকে। পরমাণুতে মৌলিক পদার্থের ধর্ম উপস্থিত থাকে।
অণুর সংখ্যা অসীম।  পরমাণুর সংখ্যা ১১৪টি।
উদাহরণ- H2, H2O ইত্যাদি। উদাহরণ – H (হাইড্রোজেন), O (অক্সিজেন), N (নাইট্রোজেন) ইত্যাদি।