অক্সিজেন চক্র কাকে বলে? What is called Oxygen Circle?

 

 

 

 

 

 

 

 

 

অক্সিজেন চক্র বলতে বোঝায় – গাছপালা সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজেদের জন্য খাবার সঞ্চয় করে এবং অক্সিজেন ত্যাগ করে। মানুষসহ অন্যান্য প্রাণীরা গাছের ত্যাগকৃত অক্সিজেন গ্রহণ করে এবং গাছপালা বা অন্য উৎস থেকে গৃহীত খাদ্য ঐ অক্সিজেনের সাহায্যে দহন করে শক্তি উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় যা আবার গাছপালা ব্যবহার করে নিজের খাদ্য তৈরির কাজে।