কাজ বা শূন্য কাজ কি বা কাকে বলে? কাজের সাধারণ ধর্ম

আজ আমরা কাজের ব্যপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের টপিকে যা যা থাকছে তা হলঃ কাজ কি বা কাকে বলে? এর একক ও মাত্রা এবং এর সাধারণ ধর্ম।

 

কাজ কি? কাকে বলে?

সাধারণত কোন কিছু করাকেই কাজ বলে। যেমন – লেখাপড়া করা, মোটরসাইকেল চালানো ইত্যাদি। তবে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের সঙ্গাটা একটু ভিন্ন। পদার্থের ভাষায়, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ঘটে কেবলমাত্র তখনই কাজ করা হয়। তবে বল প্রয়োগ করার ফলে সরণ না ঘটলে কাজ হয় না।

 

এককথায়, কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি তার সরণে ঘটে তবে তাকে কাজ বলে। অর্থাৎ, বল ও বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে।

 

 

 

কাজ = বল × সরণ অর্থাৎ, W = FS এখানে S = সরণ, F = আকর্ষণ বল।

কাজের একক

বল × সরণের গুণফলই হলো কাজের একক। বলের একক হলো নিউটন (N) এবং সরণের একক মিটার (m). অর্থাৎ , কাজের একক হলো নিউটন-মিটার (N-m). এর অপর নাম জুল (J).