তেজষ্ক্রিয় ট্রেসিং কি? এবং ট্রেসার মৌল কি?

 

 

 

 

 

 

 

Tracing or Radioactive tracing:
কোনো যৌগের একটি সুস্থিত আইসোটোপকে একই মৌলের তেজষ্ক্রিয় আইসোটোপ দ্বারা প্রতিস্থাপনই হলো ট্রেসিং বা তেজষ্ক্রিয় ট্রেসিং। একে লেবেলিংও বলা হয়।

ট্রেসার মৌল কি?

যে সকল বাহ্যিক তেজষ্ক্রিয় পদার্থ কোনো নির্দিষ্ট পদার্থের সাথে যুক্ত করে মিশিয়ে দেয়া হয় যাতে দ্বিতীয় বস্তুর বন্টন ও উপস্থিতি নির্ণয় করা যায় তাদেরকে ট্রেসার মৌল(Tracer Elements) বলে। 

যেমন: কার্বন-12 ট্রেসার মৌল।