আয়নীকরণ শক্তি কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের ১ মোল বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহি:স্থ স্তর থেকে একটি করে ১ মোল ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে উক্ত মৌলের আয়নীকরণ শক্তি বলে।