যোজনীর সংজ্ঞা কি?

 

 

 

 

 

 

সংজ্ঞাঃ কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন অথবা তার সমতুল্য অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সাথে সংযুক্ত হয় অথবা কোনো যৌগ হতে হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণু প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে সেই মৌলের যোজনী বলে।

যে সকল মৌলের যোজনী এক, সে সকল মৌলকে একযোজী মৌল বলা হয়। যেমন: হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, সোডিয়াম প্রভৃতি। যে সকল মৌলের যোজনী দুই, তাদেরকে দ্বিযোজী মৌল বলা হয়। যেমন: অক্সিজেন, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। একইভাবে ত্রিযোজী, চতুর্যোজী মৌলসমূহ সংজ্ঞায়িত করা হয়।