মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বঃ
- ১. বহুকোষী জীবের দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে।
- ২. জীবের জনন অঙ্গ সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা।
- ৩. জীব কোষে ক্রোমোজোমের সমতা রক্ষা করে মাইটোসিস কোষ বিভাজন।
- ৪. বহুকোষী জীবের দেহের সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়। ৫.এই ধরনের বিভাজনে সৃষ্ট অপত্য কোষ মাতৃ কোষের মত গুণসম্পন্ন হয় বলে প্রতিটি কোষের নির্দিষ্ট আকার আয়তন রক্ষা বজায় থাকে ।
- ৬. জীবদেহে কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল কম সেইসব কোষ বিনষ্ট হলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রমাগত ক্ষয় পূরণ হয় যেমন লোহিত কোষ ত্বকের কোষ ইত্যাদি ।
- ৭. অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টি করে যা জীবের জন্য বিপদজনক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর E6ও E7 নামের দুটি জিন মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট করে দিয়ে টিউমার বা ক্যান্সার সৃষ্টি করে।