সংখ্যা পদ্ধতির রূপান্তর
Conversion of Number System
সংখ্যা পদ্ধতির রূপাস্তর কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ইলেকট্রনিক সামগ্রীর জন্য অতীব প্রয়োজনীয়। সাধারণভাবে আমরা আমাদের দৈনন্দিন হিসাবাদিতে ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি।
কিন্তু কম্পিউটার তৈরির সময়কালে যন্ত্রে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যবহার কঠিন হয়ে পড়ে। এ জন্য কম্পিউটারের অভ্যন্তরীণ হিসাবাদি করার সময় ডেসিমাল কোনো সংখ্যাকে উপস্থাপন করার জন্য বাইনারিতে রূপান্তর করে নিতে হয়।
আবার মাইক্রোপ্রসেসরের কোডিং করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। অনেক বড় সংখ্যা বাইনারিতে প্রকাশ করাও কঠিন হয়ে পড়ে। তাই ডেসিমাল হতে হেক্সাডেসিমাল ও বাইনারি হতে হেক্সাডেসিমালে রূপান্তরের প্রয়োজন হয়।
একইভাবে বিভিন্ন প্রকার সংখ্যাকে অক্টাল সংখ্যাতেও রূপান্তর করতে হয়। এবার আমরা দেখব কী করে এক সংখ্যা পদ্ধতি হতে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়।
- দশমিক থেকে বাইনারি
- বাইনারি থেকে দশমিক
- অক্টাল থেকে হেক্সাডেসিমাল
- হেক্সাডেসিমাল থেকে অক্টাল
- দশমিক থেকে অক্টাল
- অক্টাল থেকে দশমিক
- বাইনারি থেকে হেক্সাডেসিমাল
- হেক্সাডেসিমাল থেকে বাইনারি
- অক্টাল থেকে বাইনারি
- বাইনারি থেকে অক্টাল
- হেক্সাডেসিমাল থেকে দশমিক
- দশমিক থেকে হেক্সাডেসিমাল