দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর-Decimal to Hexadecimal

দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর-Decimal to Hexadecimal

Decimal to Hexadecimal-দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে দশমিক সংখ্যাটিকে ১৬ দ্বারা ভাগ করে ভাগশেষ সংরক্ষণ করা হয়। প্রাপ্ত ভাগফলকে পুনরায় ১৬ দ্বারা ভাগ করতে হয়। এভাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল শূন্য হয়। তবে প্রাপ্ত ভগ্নাংশগুলো ৯ এর বেশি হলে প্রতিটি সংখ্যার সমকক্ষ হেক্সাডেসিমাল বর্ণ মান লিখতে হবে। এবার ভাগশেষগুলো বিপরীত দিক হতে পাশাপাশি লিখে দশমিক সংখ্যাটির সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা পাওয়া যাবে।

 

 

 

 

 

 

ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক হতে হেক্সাডেসিমালে রূপান্তর-Decimal to Hexadecimal

দশমিক ভগ্নাংশকে ১৬ দ্বারা গুণ করতে হবে এবং প্রাপ্ত গুণফলের পূর্ণঅঙ্কটি সংরক্ষিত রেখে গুণফলের ভগ্নাংশকে পুনরায় ১৬ দ্বারা গুণ করতে হবে । এভাবে ততক্ষণ পর্যন্ত গুণ করতে হয় যতক্ষণ পর্যন্ত না গুণফল 0 শূন্য হয়। বার বার গুণ করে শূন্য না আসলে পাঁচ বার পর্যন্ত গুণ করলেই যথেষ্ট। তবে প্রাপ্ত ভগ্নাংশগুলো ৯ এর বেশি হলে প্রতিটি সংখ্যার সমকক্ষ হেক্সাডেসিমাল বর্ণ মান লিখতে হবে। এর পর পূর্ণ অঙ্ক হিসেবে প্রাপ্ত অঙ্কগুলোর প্রাপ্তির ক্রমানুসারে পাশাপাশি লিখলে উক্ত দশমিক সংখ্যার সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা পাওয়া যায়