ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণনের বৈশিষ্ট্য

ঘূর্ণন গতি

Rotational motion

এখানে আমরা জানতে পারবো ঘূর্ণন গতি কি? ঘুর্ণন গতি কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন এর অবস্থাকে গতি বলে। যেমন গাড়ি, মানুষ ইত্যাদি। কোনো গতিশীল বস্তু যদি সরলরেখা বরাবর চলে তবে বস্তুটির গতিকে চলন গতি বলে। দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে অথবা সোজা পথে চলা কোনো গাড়ির গতি চলন গতি।

 

আবার কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে বৃত্তাকার পথে গতিশীল থাকে তবে ওই গতিকে ঘূর্ণন গতি (Rotational motion) বলে। যেমনঃ বৈদ্যুতিক পাখার গতি। যে অক্ষের চতুর্দিকে বস্তুটি ঘূর্ণায়মান হয় তাকে ঘূর্ণন অক্ষ (axis of rotation) বলে।

 

সংজ্ঞাঃ নির্দিষ্ট কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সেই বিন্দু বা অক্ষের চতুর্দিকে বৃত্তাকার পথে গতিশীল থাকে তবে ওই গতিকে ঘুর্ণন গতি (Rotational motion) বলে।

 

 

 

 

 

 

ঘূর্ণনের বৈশিষ্ট্যসমূহঃ

ঘূর্ণন গতির নিম্নোক্ত বৈশিষ্ট্য রয়েছে –

(i) কোনো বস্তুর ঘূর্ণন হলে তার প্রতিটি কণা কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে একই কোণে ঘুরে।

(ii) ঘূর্ণন অক্ষ সবসময় স্থির থাকে।