কোণের অভ্যন্তর : দুইটি সরলরেখা পরস্পর ছেদ করে কোনো কোণ উৎপন্ন করলে যেদিকে কোণ উৎপন্ন হয় সেই পার্শ্বস্থ সকল বিন্দু যা সরলরেখা দুইটির মধ্যবর্তী স্থানে অবস্থান করে তাদের সেটকে ঐ কোণের অভ্যন্তর বলা হয়।
কোণের বহির্ভাগ : কোনো নির্দিষ্ট কোণের অভ্যন্তরে অথবা কোনো বাহুতে অবস্থিত নয় সমতলস্থ এমন সকল বিন্দুর সেটকে তার বহির্ভাগ বলা হয়।