পুকুরের ঢেউ অগ্রগামী তরঙ্গ

 

 

 

 

 

 

পুকুরে ঢিল ছোড়ার ফলে ঢিলটি যখন পানিকে স্পর্শ করে তখন ঐ স্থানের পানির কণাগুলো আন্দোলিত হয়। এই কণাগুলো তাদের পার্শ্ববর্তী স্থির কণাগুলোকে আন্দোলিত করে তরঙ্গের সৃষ্টি করে এবং কণাগুলোর কম্পনের অভিমুখের সাথে সমকোণে সামনের দিকে অগ্রসর হয়। ফলে এটি চলমান বা অগ্রগামী তরঙ্গ।