নেসলার বিকারক কাকে বলে?

 

 

 

 

 

 

ক্ষারীয় (NaOH বা KOH) পটাশিয়াম টেট্রাআয়োডো মারকিউরেট এর দ্রবণকে নেসলার বিকারক বলে।

নেসলার বিকারক প্রস্তুতি : মারকিউরিক ক্লোরাইড দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করলে মারকিউরিক আয়োডাইড এর লাল বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি হয়। যার মধ্যে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করলে পটাশিয়াম টেট্রাআয়োডো মারকিউরেট নামক জটিল লবণের দ্রবণ সৃষ্টি হয়। উক্ত দ্রবণকে NaOH বা KOH যোগে ক্ষারীয় করা হলে একে নেসলার দ্রবণ বা নেসলার বিকারক বলে।