অগ্রগামী তরঙ্গ কখন আড় তরঙ্গ এবং লম্বিক তরঙ্গ হিসেবে কাজ করে?

 

 

 

 

 

অগ্রগামী তরঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে, মাধ্যমের কণাসমূহ যখন তরঙ্গবেগের লম্ব দিকে কম্পনশীল থাকে তখন তা আড় তরঙ্গ হিসেবে কাজ করে। কিন্তু যে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে, মাধ্যমের কণাসমূহ তরঙ্গবেগের দিকের সমান্তরালে কম্পনশীল হয়, সেটি লম্বিক তরঙ্গ হিসেবে কাজ করে।